হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আরাফি পবিত্র কুরআনের অবমাননা এবং পুড়িয়ে ফেলার মতো ইহুদিবাদীদের কলঙ্কজনক কাজের তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন।
بسم الله الرحمن الرحیم
و سَیعلَمُ الّذینَ ظَلَموا أَیّ مُنقَلَبٍ یَنْقَلِبُونَ (شعراء آیه۲۲۷)
یرِیدُونَ لِیطْفِؤُا نُورَ الله بِأَفْواهِهِمْ وَاللهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ کرِهَ الْکافِرُونَ(صف آیه ۸)
পবিত্র কোরআন একটি মহান পুঁজি এবং ইসলামী শরীয়তের সঠিকতার একটি শক্ত প্রমাণ।
ইতিহাস জুড়ে, পবিত্র কুরআনের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে কিন্তু তা সত্ত্বেও পবিত্র কুরআনের ঐশী আয়াতগুলি এমন একটি সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি স্থাপন করেছে, যার সার্বভৌমত্ব ইসরাইলের শিশু-হত্যাকারী সরকারের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে।
পবিত্র কুরআনের অবমাননা ও তা পোড়ানোর লজ্জাজনক কাজ বিশ্বের সকল মুসলমান ও স্বাধীন মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
অবশ্য এই পবিত্র গ্রন্থ পোড়ানো শুধু ইসলাম ও মুসলমানদেরই অপমান নয়, এই জঘন্য কাজ বিশ্বের সকল ধর্ম ও তাদের অনুসারীদের অবমাননা।
তাই প্রত্যেক মানুষের দায়িত্ব এই লজ্জাজনক কাজের ব্যাপারে চুপ না থাকা এবং এর নিন্দা করা।
আলী রেজা আরাফী